‘জেলে নিলে আমায় নে আমার মাকে ছেড়ে দে’

 সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের জনসভা থেকে

ঢাকা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ ভক্ত রিজভী হাওলাদার। থাকেন নারায়ণগঞ্জে। গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল। রিজভী হাওলাদারের বসবাস নারায়ণগঞ্জে হলেও সারাদিন পড়ে থাকেন বিএনপি কার্যালয়ের সামনে। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে শরীরে কাফনের কাপড় জড়িয়ে ঘুরে বেড়ান।

বিএনপির যেকোনো সভা সমাবেশে সবার আগে উপস্থিত হন কাফনের কাপড় পড়ে। বিএনপি চেয়ারপারসন মুক্তি না পাওয়া পর্যন্ত এভাবে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানানোর প্রত্যয় তার। কিন্তু ঐক্যফ্রন্টের জনসভায় আসেন একটু ভিন্নরূপে।

বুকে লেখা- ‘জেলে নিলে আমায় নে আমার মাকে ছেড়ে দে’, পিঠে লেখা– ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’, মাথায় বাঁধা ব্যান্ডে লেখা- ‘দাবি একটাই খালেদা জিয়ার মুক্তি চাই’।

তিনি বলেন, প্রতিদিন সকাল ৭টায় নারায়ণগঞ্জ থেকে ঢাকার নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আসি। সারাদিন সেখানেই থাকি। রাত ১১টার দিকে ফিরে যাই।

কর্মসূচি না থাকলে কাফনের কাপড় খুলে সাধারণ পোশাকে থাকেন তিনি। তবে বড় কোনো কর্মসূচির দুই একদিন আগে থেকেই কাফনের কাপড় পড়ে ঘুরে বেড়ান।  তিনি বলেন, যেদিন খালেদা জিয়া মুক্তি পাবে সেদিন তিনি কাফনের কাপড় ছাড়বেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.