জেলা বিএনপির সম্মেলন সফল করতে ইসলামপুর ছাত্রদলের প্রচার মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আগামী ২৩ আগস্ট জামালপুরের জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে ইসলামপুর ছাত্রদলের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপনের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বিপল, পৌর বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সহ, ছাত্রদল, যুবদলের অন্যান্য উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.