জেলা প্রশাসনের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আজ শনিবারও জেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করা হয়। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই সহায়তাগুলো তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খাঁ, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
বারঘরিয়া ইউনিয়নের নতুনপাড়া, রিফুইজিপাড়া, পালপাড়ার ১’শ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ৫টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের পরিবারের লোকজন পানি বন্দি হয়ে পড়লেও শনিবার মহানন্দা ও পদ্মার পানি কমতে শুরু করেছে বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.