জেলা প্রশাসনের উদ্দ্যোগে বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্টানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব উদযাপন উপলেক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে মহানগর ও ৯টি উপজেলার ৩৫১টি ক্রীড়া প্রতিষ্ঠানে বিনামুল্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ মে) বেলা ১১টায় ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার।
এর আগে তিনি বলেন শিশু কিশোরদের খেলার মাঠে ফেরাতে হবে। আমাদের নতুন প্রজন্ম খেলার মাঠে যেতে চাইনা তারা ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে তাদেরকে খেলার মাঠে ফেরাতে হবে।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি বলেন তারুণ্যের উৎসবকে সামনে রেখে সরকার যুব সমাজের মধ্যে খেলাধুলা চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সারাদেশে বিনামূল্যে খেলাধুলা সামগ্রী বিতরণ করছে। যেন এই প্রজন্ম মাঠে খেলাধুলার মধ্যে দিয়ে সঠিকভাবে গড়ে উঠতে পারে।
জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চলনায় ক্রীড়া সামগ্রী বিতরনের উদ্বোধনী অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ ত্যেফিকুর রহমান রতন, ডালিম হোসেন শান্তসহ উপজেলা ও নগরীর ক্রীড়া সংগঠকগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.