নিজস্ব প্রতিবেদক:খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে সোমবার (২১ জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
ফাইনালে পুঠিয়া উপজেলা দলের পক্ষে খেলার প্রর্থমার্ধের ১৫মিনিটের মাথায় গোল করে প্রনয়।
দিত্বীয়ার্ধের খেলা শুরু হলে মোহনপুর উপজেলা ফুটবল দলের ইসমাইল ১৫মিনিটে ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে ও ১-১ গোলে খেলা শেষ হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।
ট্রইিব্রেকারে মোহনপুর উপজেলা ফুটবল ৫-৪ গোলে পুঠিয়া উপজেলা ফুটবল দল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুঠিয়া উপজেলার প্রণয় ম্যাচসেরা নির্বাচিত হয়। ম্যাচ কমিশনাররের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান। এই খেলায় কানাই কানাই দর্শকে পুর্ন ছিল স্টেডিযাম।
দর্শকদের আগমনে মনে করিয়ে দেয় ১৯৯২ সালের ভারত বাংলাদেশ যুদ্ধের কথা ওইসময় এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার দিনে এমনটিই ঘটেছিল।
খেলা শেষে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি, প্রাইজমানী ও খেলায়াড় কর্মকর্তাদের ১টি করে ফলজ কাছের চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে, রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার পরিচালক(যুগ্ম-সচিব) পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) (যুগ্ম-সচিব) মোঃ রেজাউল ইসলাম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্ম-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূও হোসেন নির্ঝর, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, এনডিসি আসিক জামান, সিনিয়র সহকারী কমিশনার রুপম দাস, মিথিলা দাস, জুয়েল আহমেদ, সহকারী কমিশনার সাজিদ তানভী শোভন, সেহরীন তাবাসসুম তিথী, মোঃ বোরহান উদ্দিন অন্তর, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তৌফিকুর রহমান রতন, এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলক, ডালিম হোসেন শান্ত, মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজা, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ অন্যান্য কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,বেলুন ফেষ্টুন ও পাইরা উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.