জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: পুঠিয়া উপজেলা ফাইনালে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় মহানগর ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ফুটবল দল নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।
ট্রাইব্রেকারেও সমতা দেখা দিলে সাডেন ডেথে পুঠিযা উপজেলা ফুটবল দল ১৪-১৩ গোলে মহানগর ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠে। ম্যাচ কমিশনাররের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান।
স্টেডিয়াম ছিলো উল্লেখ্যযোগ্য দর্শকসমাগম।
এই টুর্নামেন্টকে ঘিরে জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যদার কর্মকর্তাগন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও প্রকৃত সংগঠকেরমত দায়িত্ব পালন করছেন যা ইতিপুর্বে কখনো দেখা যায়নি বলে অনেকে মতামত ব্যাক্ত করেছেন।
এ অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, এনডিসি আসিক জামান, সিনিয়র সহকারী কমিশনার রুপম দাস, মিথিলা দাস, জুয়েল আহমেদ, সহকারী কমিশনার সাজিদ তানভী শোভন, সেহরীন তাবাসসুম তিথী, মোঃ বোরহান উদ্দিন অন্তর, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তৌফিকুর রহমান রতন, এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলক, ডালিম হোসেন শান্ত, মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজা, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.