জেলা প্রশাসক এর অভিযানে শিবগঞ্জে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

বিশেষ প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর বোগলাউড়ি, দশরশিয়া, চরপাকা ঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গত সোমবার (২৭শে অক্টোবর) ২০২০ ইং সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
জব্দকৃত জালগুলো উপজেলার বোগলাউড়ি ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে কিছু সংখ্যক মা ইলিশ মাছ জব্দ করে নদীতে ছেড়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ। অভিযানে মোবাইল কোর্টে পরিচালনায় শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
উপরোক্ত অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল-রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ফিসারিজ কোয়ারেণ্টাইন অফিসার হাফিজুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা আইনুদ্দিন হক ও দপ্তরের বিভিন্ন কর্মচারীবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.