জেলার ১৯ জয়িতা পুরস্কৃত: চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধণা ও সনদ প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৯ নারীকে জয়িতা পুরস্কারে ভুষিত করা হয়েছে। পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ও ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে আয়োজিত সভায় শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কৃত করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা পলাশ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, জেলা মহিলালীগের সভাপতি সাকিনা খাতুন পারুলসহ অন্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা বেগম। জয়িতা পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন, সদর উপজেলার হুজরাপুর জোড়ামঠ এলাকার লিমা খাতুন ও শামীমা আখতার চাঁদনী, সাহাপাড়া গ্রামের মোসাঃ সায়েরা খাতুন, শিয়ালা কলোনীর সুলতানা বেগম ও হুজরাপুর ঝিলিম রোড এলাকার নাজনিন ফাতেমা জিনিয়া, শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী হরিরামপুর গ্রামের সাইদাতুন নেশা, চতুর গ্রামের নিশাত লাইলা, মির্জাপুর কানাপাড়া গ্রামের সুবেরা বেগম, আলিডাঙ্গার শ্রীমতি লিপি সরকার ও শাহাপাড়ার শাহিদা খাতুন রেখা, নাচোল উপজেলার নাচোল বাজারপাড়া এলাকার উম্মে সালমা, গুঠইল গ্রামের ইতি রানী, ভাতসা গ্রামের মোসাঃ সামসুন নাহার ও সোনাভান বেগম, হামিদপুর গ্রামের নার্গিস খাতুন, গোমস্তাপুর উপজেলার বাসনিটোলা গ্রামের মোসাঃ নাজমা খাতুন, ডাকবাংলো পাড়ার ইয়াসমিন আখতার বানু, এবং ভোলাহাট উপজেলার হাঁসপুকুর গ্রামের সারমিন আখতার ও গোপিনাথপুর গ্রামের মাহাবুবা বেগম। সভা শেষে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.