বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের এস.আই কালামের প্রত্যক্ষ মদদে প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুরে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আব্দুল সোতালেব, হারুন অর রশিদ, রইসুদ্দিন, আব্দুল রহিম, আব্দুল খালেক, পলাশ মিঞাসহ অনেকে।
বক্তারা বলেন, শাহবাজপুর ইউনিয়নে প্রকাশ্যে রায়হান, ইউসুফ, মোশাররফ, জাবেদ, আব্দুল্লাহ এক ভাঙারি ব্যবসায়ীর ভ্যান সহ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। আর পরবর্তীতে এদের মদদ দেন পুঠিয়া থানা পুলিশের কর্মকর্তা এস.আই কালাম। প্রকাশ্যে মদদে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের এই ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের সন্ত্রাসী-ডাকাতি কর্মকান্ডর সাথে যারা জড়িত বা যারা মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রæত আইনী ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, শাহবাজপুর ইউনিয়নে সমস্ত চুরি, ডাকাতি আর সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত পুঠিয়া থানা পুলিশের এস.আই কালামের আত্মীয়-স্বজন। বিধায়, সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ প্রশাসন যদি তাদের গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় নিয়ে না আসেন, তাহলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন বক্তারা। এব্যাপারে পুঠিয়া থানায় কর্মরত এসআই কালাম জানান, যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে, তারা মাদককারবারী।
তিনি আরও বলেন, ইউসুফ আলীর বাড়ি থেকে পিরোজপুরের লোকজন তার গরু নিয়ে চলে যায়। বিধায়, আমাকে জানালে আমি তাদের আইনের আশ্রয় নিতে বলি মাত্র।
উল্লেখ্য, শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জিনিয়ারা বাদি হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে উঠে এবং এলাকাবাসীর ব্যানারে পিরোজপুর মোড়ে মানববন্ধন করে। #