BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদন্ড

জেলার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদন্ড

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসলায় ভেজাল মিশানো ও সরকারি কোন অনুমোদন না থাকায় এক মসলা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ।

বুধবার (২১ জানুয়ারী) বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়স্থ মেসার্স নিহা মুনি রাইস ও ওয়েল মিল থেকে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনকারি মেসার্স রাইহান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মসলা ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুতকরণ ও বিএসটিআই অনুমোদন না থাকায় মসলা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও জব্দকৃত নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এরপর থেকে তিনি আর কোন অনুমোদন ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং তাকে নজরদারিতে রাখা হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ