জেলার শিবগঞ্জে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের সাথে ডিজিটালাইজড পদ্ধতীতে ভাতা প্রদানের বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বুধবার বেলা ১১টার সময় উপজেলার দাদনচক উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. জিল্লার রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক তোহিদুল আলম টিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.