জেলার শিবগঞ্জে নতুন ভোটার হালনাগাদ কেন্দ্রে ইসি কবিতা খানম


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে আজ বৃহষ্পতিবার দুপুরে ছবিসহ নতুন ভোটার হালনাগাদ কেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। ১২টার দিকে নতুন ভোটার হালনাগাদ কেন্দ্রটি পরিদর্শনকালে তিনি তথ্য সংগ্রহ কম্পিউটার অপারেটর ও নতুন ভোটারদের হাদনাগাদ তথ্য সংগ্রহের বিষয়টি তদারকি করেন এবং সঠিক সংগ্রহে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, সারাদেশে ছবিসহ নতুন ভোটার হালনাগাদের কাজ শুরু হয়েছে। নতুন ভোটাররা তথ্য সংগ্রহকারীকে সঠিক তথ্য দিয়ে পরিচয়পত্রের কমিশনে আবেদন করবেন।

তিনি বলেন যেনো বাংলাদেশি ছাড়া অন্য দেশের নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না হতে পারে সে জন্য সর্তক থাকবেন। সাংবাদিকদের এক প্রশ্নে ইসি বলেন, নির্বাচন কমিশন দেশের সব উপজেলাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেছে। যাঁরা চাকুরী বা পড়াশোনার জন্য উপজেলার নির্ধারিত সময়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাইনি। তাঁরা উপজেলা নির্বাচন সার্ভার থেকে নিতে পারবেন।

এছাড়া তিনি বলেন প্রত্যেকের হাতে স্মার্ট কার্ড পৌছে দেয়ার কাজ কমিশনের। যেনো সকলেই স্মার্ট কার্ড হাতে পান, সে জন্য উপজেলা সার্ভার কার্যালয়ে স্থায়ীভাবে স্ক্যান মেশিন অতিদ্রুত ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনারের একান্ত সহকারি (পিএস) আসমা দিলারা জান্নাত, সহকারি সচিব রওশন আরা, রাজশাহী অঞ্চলে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রায়হান কুদ্দুস, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলামসহ অন্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.