জেলার শিবগঞ্জে জামায়াতের ১৫ নেতা-কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দনা গ্রামের একটি মসজিদে গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৫ নেতা কর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ হতে বেশ কিছু দলীয় বই জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হচ্ছে, উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের মৃত শুকুরুদ্দিনের ছেলে ৬ মামলার আসামী আবু বক্কর জেন্টু (৪০), মর্দানা গ্রামের ইকবাল মাস্টার (৩৫), হুমায়ুন কবির টিপু (৪৯), নুজরুল ইসলাম নুজু (৫০), সেলিম আলী (২৪), নুজরুল হক (৪০), মোয়াজ্জিন হোসেন কাজু (৫৫), আলম (৫০), গোলাম মোস্তফা (৩৮), দেলজাহান ঝড়ু (৬৫), আব্দুল লতিফ (৫২), ভোদু (৪৫), আব্দুর রশিদ অহাব (৩৬), আবু বক্কর মন্টু (৫৬), একবর আলী (৪২)। শিবগঞ্জ থানার ওসি শিকদার মোঃ মশিউর রহমান জানান, বুধবার দিবাগত রাতে মর্দানা গ্রামের নামোটোলা জামে মসজিদে জামায়াতের কিছু নেতা কর্মী একত্র হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ১৫জনকে আটক করা হয়।

এসময় কিছু দলীয় বই উদ্ধার করা হয়। অভিযানে থানার ওসি (তদন্ত) মো. মাহতাব হোসেন, এস.আই বাবুল, এস.আই গোলাম মোস্তফা, এস.আই শফিউলসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান চালিয়ে জিহাদি বইসহ ১৫ জন জামায়াত নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.