জেলার শিবগঞ্জে এজেন্ট ব্যাংকিং কানসাট বাজার কেন্দ্রের উদ্বোধন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে এজেন্ট ব্যাংকিং কানসাট বাজার কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মহানন্দা বিজনেস কো-অপারেশন লিমিটেড (এম.বি.সি.এল)’র এজেন্ট ব্যাংকিং কানসাট বাজার কেন্দ্রের আয়োজনে আজ সোমবার সকালে কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাযিল মাদ্রাসায় ইসলামী ব্যাংক শিবগঞ্জ শাখার প্রধান মোঃ সোলায়মান আলী এস.এ.ভি.পি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী জোন প্রধান মোঃ কাওসার উল আলম।

বিশেষ অতিথি ছিলেন, মহানন্দা বিজনেস কো-অপারেশন লিমিটেড (এম.বি.সি.এল)’র প্রধান উপদেষ্টা ও শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী জোনের সিনিয়র অফিসার মোঃ হাসান আলী, কানসাট সাইফুদ্দিন ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ মতিউর রহমান। এসময় বক্তব্য এজেন্ট ব্যাংকিং কানসাট বাজার কেন্দ্রের চেয়ারম্যান মোহাঃ খাবিরুল ইসলাম, চাতরা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এনামুল হক, রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম রেজা, কানসাট বাজার বনিক সমিতির সভাপতি শ্রী প্রবোধ কুমার দত্ত।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক শিবগঞ্জ শাখার অফিসার মোঃ মতিউর রহমান, এজেন্ট ব্যাংকিং কানসাট বাজার কেন্দ্রের ইনচার্জ মোঃ ইউসুফ আলী, ক্যাশিয়ার হোসনে মোবারক, রেজাউল করিম ও মার্কেটিং অফিসার মুজাহিদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা এজেন্ট ব্যাংকিংয়ের সার্বিক সেবা সুবিধা নিয়ে আলোচনা ও সকলের সহযোগিতা কামনা করেন। শেষে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কানসাট বাজার কেন্দ্রের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.