‘জেলখানায় বসে মাস্টার মাইন্ড স্কুলছাত্র অপহরণের ছক’ মূলহোতাসহ গ্রেফতার-৭

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: গাড়ি চালকের সহায়তায় মাস্টার মাইন্ড স্কুলের ৫ম শ্রেণির ছাত্র অপহরণের সাথে জড়িত মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে রমনা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা জেলখানায় বসে অপহরণের ছক তৈরি করেছিল বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ভাটারা থেকে ছয়টি অগ্নেয়াস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে গুলশান গোয়েন্দা পুলিশ।
গত ২০ মার্চ সকালে স্কুলের পথে অপহৃত হয় মাস্টার মাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র জামিনুর রহমান। পিস্তল ঠেকিয়ে গাড়ির চালকসহ অপহরণ করে নিয়ে যাওয়া হয় সাভার এলাকায়। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় এক কোটি পাঁচ লাখ টাকা। 
অপহৃতের পরিবার সন্তানের কথা চিন্তা করে ১৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেলে ও গাড়ি চালককে উদ্ধার করে।
পরবর্তিতে ধানমন্ডি থানায় অপহরণের মামলার বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে আসলে ২৪ ঘন্টার মধ্যে ঢাকা মহানগরসহ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও নোয়াখালী হতে অপহরণের সাথে জড়িত চালকসহ সাতজনকে গ্রেফতার করে রমনা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দাদের দাবি পূর্ব পরিকল্পনানুযায়ী নিজস্ব চালকের সহায়তায় স্কুল ছাত্রকে অপহরণ করেছিল গ্রেফতাকৃতরা, জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।
অন্যদিকে, ভাটারা থানা এলাকায় মাদক ব্যবসা, জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় জড়িত সাতজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গুলশান জোনের পুলিশ।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.