জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস স্থানান্তর না করার দাবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের তেলআবিব থেকে ব্রিটিশ দূতারাস জেরুজালেমে স্থানান্তর না করার দাবি জানিয়েছেন আরব দেশগুলোর কূটনীতিকরা।
ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে তারা এ বিষয়ে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী লিজ ট্রাস ইসরাইলের ব্রিটিশ দূতাবাস জেরুজালেমে স্থানান্তরে আগ্রহী।
এ খবর প্রকাশের পর লন্ডনে নিযুক্ত আরব দেশগুলোর কূটনীতিকরা একজোট হয়ে এ পদক্ষেপ থেকে লিজ ট্রাসকে সরে আসার জন্য একটি চিঠি পাঠান।
ইসরাইল জেরুজালেমে তার রাজধানী স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। অন্য দিকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্রের প্রত্যাশায় আছেন ফিলিস্তিনিরা।
এমতাবস্থায় জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস সরিয়ে নিলে দ্বিরাষ্ট্র ভিত্তিক যে সমাধানের কথা ভাবা হচ্ছিল- তা আর বাস্তরায়িত হবে না।
 ইসরাইলের বেশির ভাগ দেশের দূতাবাসই তেলআবিবে অবস্থিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপতৎপরতায় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের দূতাবাস জেরুজােলেমে স্থানান্তর। (সূত্র: আরব নিউজ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.