জেন্ডার এ্যাকশন সচেতন মুলক প্লান বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক

ক্রাইম (পাবনারিপোর্টার: পাবনা ঈশ্বরদীর স্থানীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করন (সেক্টর) প্রকল্প (UGLL-LLL) জেন্ডার এ্যাকশন সচেতন মুলক প্লান বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক হয়েছে।
স্বরেজমিনে গিয়ে দেখা যায়. গতকাল সোমবার (১৫ই মার্চ) বিকেল ৫ টায় ঈশ্বরদী পুর্ব নুরমহল্লা বস্তিপাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাত্র ২২ মিনিটের মিটিং এ বস্তিবাসীদের কি বলা হলো এ নিয়ে কানাঘোষা চলছে।
এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা, প্রজেক্টের অর্থায়ন প্রকল্প প্রতিনিধি মোঃ চঞ্চল হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা জুয়েল আহমেদ, মহিলা কাউন্সিলর রহিমা খাতুন, আমিনুর রহমান,ও কাউন্সিলর ফিরোজা বেগম প্রমূখ।
উঠান বৈঠক শুরুতেই সাংবাদিকদের সাথে অশুভ আচরণ করেন বস্তিউন্নয়ন কর্মকর্তা জুয়েল আহমেদ। এই বৈঠক শেষে বস্তির নারীদের মধ্যে নিম্ন মানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.