জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতা: পাইনুমা মারমার হ্যাট্রিক, ফাইনালে রাজশাহী রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে অনুষ্টিত সেমিফাইনাল খেলায় পাইনুমা মারমার হ্যাট্রিকের সুবাদে সফররত রাঙ্গামাটি জেলা ৪-২ গোলে দিনাজপুর জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে পাইনুমা মারমা একাই ৪টি গোল করে।
বিজয়ী দলের পক্ষে শিউলি ও বর্না ১টি করে গোল করে। দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী জেলা ৪-০ গোলে সফররত মাগুরা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।
বিজয়ী দলের পক্ষে মিরা, জোতি, তিথি ও বর্ষা ১টি করে গোল করে।
আগামীকাল ফাইনালে সফররত রাঙ্গামাটি জেলা ও স্বাগতিক রাজশাহী জেলা অংশ নেবে।
রেফারীর দায়িত্ব পালন করেন সোহানা খাতুন ও আলেয়া। তাদের সহযোগিতা করেন শাহীন, শ্রাবন্তী, উর্মি বর্মন, মাহফুজা রাহাত ও আখিমুনি। ছবি ধারন করেন বাফুফের এএইচ আওয়াল হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.