জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার ফলাফল, তৃস্না মন্ডলের হ্যাট্রিক

 

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্টিত হয়েছে। বৃহস্প্রতিবার (৬ জুন) অনুষ্টিত খেলায় চাঁপাইনবাবগঞ্জ ও দিনাাজপুর জেলা ২-২ ড্র করেছে।
চাঁপাইনবাবগঞ্জের পক্ষে পারভিন সোমা ও শায়লা ১টি করে গোল করেন। দিনাজপুরের পক্ষে বন্যা একাই দুটি গোল করেন। দিনের অন্য খেলায় মাগুরা জেলা তৃস্না মন্ডলের হ্যাট্রিকের সুবাদে ৬-২ গোলের বিশাল ব্যবধানে ময়মনসিংহ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে তৃস্না মন্ডল ৩টি, রিয়া ২টি ও মিশু রানী ১টি গোল করেন।
আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, রাঙ্গাামাটি, নারায়নগঞ্জ ও জামালপুর জেলা অংশ নেবে। রেফারীর দায়িত্ব পালন করেন আলেয়া ও শাহীন। তাদের সহযোগিতা করেন সোহানা খাতুন, শ্রাবন্তী, উর্মি বর্মন, খাদিজা, মাহফুজা রাহাত ও আখিমুনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.