জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ: আশাকুমারীর হ্যাট্রিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্খায়নে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৭টি জেলা নিয়ে রাজশাহী ভেন্যুর আঞ্চলিক পর্বের নকআউট পদ্ধতীর জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা আশাকুমারীর হ্যাট্রিকের সুবাদে ৮-০ গোলের বিশাল ব্যবধানে বগুড়া জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে আশাকুমারী-৩, পার্থনা রানী ২, সিনথিয়া,অর্চনা ও তৃষা রানী ১টি করে গোল করেন।
দিনের অন্য খেলায় নঁওগা জেলা ৩-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে কনিকা, হাবিবা ও পপি ১টি করে গোল করেন। আজ জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলা অংশ নেবে।
শনিবার(২৭ মে) দুপুরে জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে¡ এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও সোনালী অতীত ক্লাবের সাধারন সম্পাদক আলী আফতাব তপন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.