জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ: নুসরাতের হ্যাট্রিক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেএফএ অনুর্ধÑ১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর খেলায় সফররত জয়পুরহাট জেলা ৩-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে সেমিতে উঠেছে।
আজ রোববার (২৮ মে) ১০নং জার্সী ধারী ফুটবলার নুসরাত খেলার প্রথমার্ধের ১১ মিনিটের মাথায় ১টি গোল করে দলকে জয়ের দিকে নিয়ে যায়। এর কিছুক্ষন পরেই আবার সুযোগ পেয়ে ৩০ মিনিটের মাথায় আরো ১টি গোল করে ফলে তার দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ও প্রথমার্ধের খেলা শেষ হয়।
দিত্বীয়ার্ধে খেলা শুরু হলে ওই জার্সীধারি সুযোগ সন্ধ্যানী ফুটবলার নুসরাত ফের সুযোগ পেয়ে ৫৬ মিনিটের মাথায় জালে ঢুকিয়ে দেয় বলটি। ফলে সে হ্যাট্রিকের গৌরব অর্জন করে ও দর্শকদের নজর কাড়ে ও তার দল ৩-০ গোলে জয়লাভ করে মাঠ ত্যাগ করে।
আগামীকাল সোমবার (২৯ মে) দুপুরে স্বাগতিক রাজশাহী জয়পুরহাট ও নঁওগাজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেমিতে অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.