জুলাই সনদ, বিচার ও নির্বাচন এক প্যাকেজে চায় এনসিপি : হাসনাত আব্দুল্লাহ

খুলনা ব্যুরো: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “নির্বাচন, বিচার ও জুলাই সনদ— সব কিছুই প্যাকেজ আকারে বাস্তবায়ন করতে হবে।”
শুক্রবার (১১ জুলাই) যশোরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,“অনেকে বলছে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই— এটা মিথ্যা। আমরা নির্বাচন চাই। তবে সেটা ৫ আগস্টের পূর্ববর্তী ত্রুটিপূর্ণ ব্যবস্থার অধীনে নয়। ওই ব্যবস্থায় ফিরে যাওয়া চলবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে।”
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “৫ আগস্টকে মব (Mob) বলা হবে। কারণ আওয়ামী লীগকে আবার ভোট ফেরানোর নামে অপরাজনীতি শুরু হয়েছে। এতে আমাদের জঙ্গি বানানোর ষড়যন্ত্র চলছে।”
তিনি আরও বলেন, বিএনপির অনেক শীর্ষ নেতা বিলাসী জীবনযাপন করেন, অথচ তৃণমূলের কর্মীরা গত ১৬ বছর ধরে নির্যাতিত হয়েছেন।“আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করে আবার আমাদের ত্যাগের কথা বলেন— এটা চলবে না। তৃণমূলের রক্তের সঙ্গে বেঈমানি হতে দেওয়া যাবে না।”
হাসনাত বলেন,“কমিশনের অনেকের আচরণ সন্দেহজনক। তাদের বিরুদ্ধে আমরা সরব। আমরা চাই বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন, সরকার ও গণমাধ্যম। বর্তমানে ব্যক্তিপূজার যে সংস্কৃতি চলছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।”
তিনি ৩ আগস্ট ‘জুলাই সনদ’ দাবির আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,“জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে হবে। এ সনদেই রয়েছে জুলাই যোদ্ধাদের শক্তি। তবে এটা বাস্তবায়ন করতে হলে সংবিধান পরিবর্তন জরুরি। বর্তমানে সংবিধান যেভাবে আছে, তাতে আওয়ামী লীগই টিকে থাকবে।”
তিনি জানান, গণপরিষদ ভোট ছাড়া সংবিধানে সংযোজন সম্ভব নয়, তাই সংবিধান সংশোধন অপরিহার্য।
মতবিনিময় সভায় এনসিপি নেত্রী তাসনিম জারা, নুসরাত তাবাসসুম, এবং যশোরের ৪ শহীদ পরিবারের সদস্যসহ ১৫ জন আহত ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা সবাই জুলাই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা ও রাজনৈতিক স্বচ্ছতা পুনরুদ্ধারের উপর গুরুত্ব দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.