জুলাই গণ অভ্যুত্থানে ফেরেশতার মতো একদল তরুন জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল – উপদেষ্টা আদিলুর রহমান

নাটোর প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,এক ঝাঁক ফেরেশতার মতো একদল তরুন জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিল। ৩৬ জুলাই বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখনো সমস্ত আকংখা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ এখনো বাকী আছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্ঠা চলছে বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েও উঠছে। সংস্কারের কাজও চলছে। সাথে জাতীয় নির্বাচনের ও সকল প্রস্তুতি চলছে। আশা করছি গণঅভ্যুত্থানের এই সরকার বিচার ও সংস্কার এই দুটি এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন করবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিবে।
আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে মানে তারা বসে থাকবে তা কিন্তু নয়। তাদের ষড়যন্ত্র সব সময় অব্যহত থাকবে। তাই দেশের ফ্যাসিবাদ বিরোধী দেশ প্রেমিক ছাত্রজনতাকে সব সময় সচেতন থাকতে হবে ফ্যাসিবাদকে দমন ও প্রতিহত করতে হবে। দেশে আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সে দিকে সকলের নজর রাখতে হবে।
তিনি বলেন,জুলাই সনদ নিয়ে আমরা কাজ করছি । রাজনৈতিক কিছু মতপার্থক্য থাকলেও যত তাড়াতাড়ি সম্ভব একমত হয়ে তা বাস্তবায়ন করা হবে।
কনিবার সকালে নাটোরে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, নাটোরের জুলাই শহীদ কলেজ ছাত্র মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনখান ও শহীদ হৃদয়ের পিতা রাজু আহম্মেদ।
এর আগে নাটোরের আট শহীদ পরিবারের সাথে সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আজকে যারা উপস্থিত হয়েছেন এই দেশের জন্য তাদের কারো সন্তান, কারো ভাই আবার কারো স্বামী জীবন দিয়েছে। ফ্যাসিবাদমুক্ত এই দেশটা আপনাদেও সন্তানের, ভাইয়ের বা স্বামীর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আবার কখনো যেন ফ্যাসিবাদ দেশে ফিরে আসতে না পারে সে দিকে সকলকে নজর রাখতে হবে। দেশটা যেন আপনাদেও নজরের বাইওে চলে না যায়। শনিবার সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান বিভিন্ন কবরস্থান ঘুরে ঘুরে নাটোর শহরের পাঁচ জুলাই শহীদদের কবর জিয়ারত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.