প্রেস বিজ্ঞপ্তি: আজ সকালে বিকেএসপির অডিও ভিজুয়্যল সেন্টারে বিকেএসপির প্রশিক্ষণার্থীদে জন্য “আমিজিতলে, জিতবেদেশ” এ প্রতিপাদ্যের ব্যনারে অনুপ্রেরনা মূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানে দেশ প্রেমে উদ্বুদ্ধ আত্মদানকারী আহত সাত জন রিহ্যাবিলিটিশন প্রাপ্ত ব্যক্তি বর্গকে আমন্ত্রন জানানো হয়।
বিকেএসপির প্রশিক্ষণার্থীরা গণঅভ্যূত্থানে আহতবীরদের আত্মত্যাগের কথা এবং তাঁদের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শুনে অনুপ্রনীত হন এবং নিজেদেরকে ও খেলাধুলার মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে দেশের জন্য সুনাম বয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিকেএসাপর মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত সাত জনের প্রত্যেককে বিকেএসপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এরপর রিহ্যাবিলিটিশন প্রাপ্ত ব্যক্তি বর্গ বিকেলে বিকেএসপির খেলোয়াড়দের সাথে বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করেন যা খেলোয়াড়দেরকে ভীষন ভাবে উদ্বুদ্ধ করেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.