জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাটমোহরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত; ইনডোর দাবি

নিজস্ব প্রতিবেদক: ৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাটমোহর স্পোর্টস একাডেমীর আয়োজনে পাবনার চাটমোহরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট থেকে চাটমোহরে একটি ইনডোর নির্মাণের দাবি জানিয়েছেন আয়োজক ও ক্রীড় সংগঠকরা।

রোববার (০৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ৮ম আসরের ফাইনাল খেলায় নন র‌্যাংকিং পর্বে মানিক কাজী স্পোর্টিং ক্লাবের জাবের-রাব্বী জুটি এবং র‌্যাংকিং পর্বে টিম ব্লুজের ঝুমার-অহিদুল জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলায় নন র‌্যাংকিং পর্বে সিটি ডায়াগনস্টিক সেন্টারের অভি-মোহন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মানিক কাজী স্পোর্টিং ক্লাবের জাবের-রাব্বী জুটি।
একইভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলা হয় র‌্যাংকিং পর্বে। সেখানে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর রিয়াদ-অনিক জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিম ব্লুজের ঝুমার-অহিদুল জুটি।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, উপজেলাি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর স্পোর্টস একাডেমীর আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল প্রমুখ।
খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন নুরুজ্জামান লিটন। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল বোরহান উদ্দিন নেটওয়ার্ক গ্রুপ।
প্রচন্ড শীত উপেক্ষা করে খেলা দেখবে বিভিন্ন বয়সী প্রচুর দর্শকের সমাগম ঘটে। গত শুক্রবার (০৩ জানুয়ারি) থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। দেশের সেরা খেলোয়ারসহ বিদেশী খেলোয়াররা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। বিভিন্ন জেলার ১৬টি দল অংশ নেয়। ৮টি করে দল নিয়ে নন র্্যাংকিং এবং র্্যাংকিং এই দুই পর্বে খেলা অনুষ্ঠিত হয়।
চাটমোহর স্পোর্টস একাডেমীর আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল জানান, নতুন প্রজনামকে মাদক থেকে দুরে ও খেলার মাঠে ধরে রাখার প্রত্যয়ে বিগত আট বছর ধরে চাটমোহরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের ব্যাডমিন্টন জগতে নাম্বার ওয়ান খেলোয়ার সোয়াদ এই চাটমোহরের সন্তান। এখান থেকেই সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। তার মতো আরো খেলোয়ার তৈরী করতে আমরা দীর্ঘদিন ধরে চাটমোহরে একটি ইনডোরের দাবি জানিয়ে আসছি। সরকারি সহায়তায় একটি ইনডোর হলে এখান থেকেই জাতীয়মানের খেলোয়ার তৈরী করা সম্ভব।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, চাটমোহরে ব্যাডমিন্টন যে এত জনপ্রিয় খেলা তা জানতাম না। একটা উপজেলায় পর্যায়ে দেশ ও দেশের বাইরের খেলোয়ার নিয়ে এমন টুর্নামেন্ট আয়োজন সত্যি প্রশংসনীয়। আমরা প্রশাসন থেকে একটি ইনডোর নির্মাণের জন্য সার্বিক সহায়তা করবো। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.