BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে আহত দুই যোদ্ধাকে বাগেরহাটে সম্মাননা দিল কর্মসংস্থান ব্যাংক

জুলাই গণঅভ্যুত্থানে আহত দুই যোদ্ধাকে বাগেরহাটে সম্মাননা দিল কর্মসংস্থান ব্যাংক

বাগেরহাট প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত দুই জুলাই যোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে কর্মসংস্থান ব্যাংক। রবিবার (১১ জানুয়ারি) বাগেরহাট কর্মসংস্থান ব্যাংক সদর শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রাম কৃষ্ণ নাথ। বাগেরহাটে কর্মসংস্থান ব্যাংকের সদস্য হওয়ায় বাগেরহাটে বাংলা টিভি ও দৈনিক মানব কণ্ঠের বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান ও জুলাই যোদ্ধা শেখ তরিকুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংক বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খলিফা, উমেশ সরকারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের হাতে জুলাই ক্রেস্ট, সম্মাননা পত্র, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না।

কর্মসংস্থান ব্যাংক ভবিষ্যতেও জুলাই যোদ্ধা ও তাদের পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ