জুমার নামাজের সময় ভূমিকম্প, মসজিদের একাংশ ভেঙে নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারজুড়ে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষতক্ষতি ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটির বাগো অঞ্চলে ভূমিকম্পের ফলে একটি মসজিদ আংশিকভাবে ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।
দুই প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাগো অঞ্চলে টাউঙ্গু শহরে একটি মসজিদ আংশিক ধসে পড়ে। এতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন।
রয়টার্সের সাথে কথা বলা দু’জনের একজন বলেন, আমারা পবিত্র জুমার নামাজ পড়ছিলাম। তখন কম্পন শুরু হয় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
এছাড়া মায়ানমারের প্রাচীন রাজকীয় রাজধানী এবং দেশটির বৌদ্ধ কেন্দ্রস্থলের কেন্দ্রস্থল মান্দালয়েও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে শহরের বিভিন্ন রাস্তায় ধসে পড়া ভবন এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে দেখা গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে পোস্টগুলো যাচাই করতে পারেনি।
স্থানীয় সংবাদমাধ্যম মায়ানমার নাউ ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে – একটি ক্লক টাওয়ার ধসে পড়েছে এবং মান্দালয় প্রাসাদের দেয়ালের কিছু অংশ ধ্বংসস্তূপে রয়েছে।
শহরের একজন প্রত্যক্ষদর্শী হ্তেত নাইং ও রয়টার্সকে জানিয়েছেন, একটি দোকান ধসে পড়েছে এবং ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে। আমরা ভেতরে যেতে পারিনি। পরিস্থিতি খুবই খারাপ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শান রাজ্যের অং বান-এ একটি হোটেল ধ্বংসস্তূপে ধসে পড়েছে। ডেমোক্র্যাটিক ভয়েস অফ বার্মার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে দুই জন মারা গেছেন এবং ২০ জন আটকা পড়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার সাগাইং শহরের উত্তর-পশ্চিমে আঘাত হানা ৭.৭ মাত্রার অগভীর ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মিয়ানমারের রাজধানী প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কয়েক মিনিট পর একই এলাকায় ৬.৪ মাত্রার একটি ‘আফটারশক’ আঘাত হানে।
অপরদিকে, প্রতিবেশী থাইল্যান্ড ও চীনেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে থাই রাজধানী ব্যাংককের ভবনগুলো প্রচণ্ডভাবে কেঁপে উঠেছে। ভিডিও ফুটেজে একটি নির্মাণাধীন বিশাল ভবন মুহূর্তেই ভেঙে পড়তে দেখা যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.