জুভেন্টাসের কাছে হেরে প্লে-অফ স্বপ্ন হুমকিতে সিটির

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির ব্যর্থতার ধারা যেন থামছেই না। চ্যাম্পিয়ন্স লিগে আরো একবার হতাশ হতে হলো সিটিকে। বুধবার রাতে তুরিনে জুভেন্টাসের কাছে ২-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। জুভেন্টাসের হয়ে গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে।
তুরিনে শুরুতেই জুভেন্টাসকে চেপে ধরার চেষ্টা করে সিটি। ম্যাচের শুরু থেকেই বলের দখল সিটির হাতে থাকলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধের ৪০ তম মিনিটে হালান্ডের সহজ সুযোগ নষ্ট এবং জুভেন্টাস গোলরক্ষক মিচেলে ডি গ্রেগেরিওর দারুণ নৈপুণ্যে এগিয়ে যেতে পারেনি সিটি।
বিরতির পর ৫৩ মিনিটে কেনান ইলদিজের ক্রসে ভ্লাহোভিচের হেড থেকে এগিয়ে যায় জুভেন্টাস।
পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ায় সিটি। তবে জুভেন্টাসের রক্ষণভাগ এবং গোলরক্ষক তাদের প্রতিটি প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় সিটির একের পর এক আক্রমণ দারুণভাবে রুখে দিয়েছে তারা। ৬৮ মিনিটে ইলকাই গুন্দোয়ানের শট দারুণ দক্ষতায় ঠেকান জুভ গোলরক্ষক।
ম্যাচের ৭৫ মিনিটে টিমোথি উইয়াহর পাস থেকে চমৎকার ভলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাককেনিয়ে।
এই গোলের পরও চেষ্টা করেছে সিটি। কিন্তু ম্যাচে আর ফিরতে পারেনি দলটি।
এই হারে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির অবস্থান আর জটিল হয়ে পড়েছে। ছয় ম্যাচে মাত্র দুই জয়, দুই ড্র ও দুই হারে তাদের পয়েন্ট ৮। বর্তমানে তারা টেবিলের ২২তম স্থানে রয়েছে এবং প্লে-অফে ওঠার জন্য অন্তত ২৪টি দলের মধ্যে থাকতে হবে।
অন্যদিকে জুভেন্টাস তিন জয় ও দুই ড্র’সহ ১১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে। এ জয়ে নকআউট পর্বে ওঠার আশা আরেকটু জোরাল করল ইতালিয়ান ক্লাবটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.