জীবানুনাশক নিয়ে শ্রমজীবী মানুষের দ্বারে দ্বারে আহম্মদ আলী মোল্লা

নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক নিয়ে শ্রমজীবি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ¯েপ্র করেছেন এবং সচেতন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। গতকাল রোববার সকালে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ওই কার্যক্রম পরিচালনা করেন।

আহম্মদ আলী মোল্লা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা খুব জরুরী। সকলেই নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন করি। ক্ষুদার্থ মানুষদের সহযোগিতা করি। তাদের বাড়িতে যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব খাবার পৌছে দিবেন।

উল্লেখ, গতকাল শনিবার উপজেলা সদরসহ উপজেলার পথে পান্তরে খেটে খাওয়া ৪০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন আহম্মদ আলী মোল্লা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.