জীবনের গল্প ও গল্পের জীবন নিয়ে হাবিপ্রবিতে আসছেন সাদাত হোসাইন 

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি:  সাহিত্য ও শিল্পের মননে জীবনকে উদ্ভাসিত করতে প্রথমবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। এ ছাড়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক ও এইচএসটিইউ আর্ট এন্ড লিটারেচার সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খান।
উক্ত অনুষ্ঠান আয়োজন সম্পর্কে সংগঠনটির সভাপতি দেবাশীষ কুমার কবিরাজ বলেন, ” আমরা চাই মানুষের মধ্যে সাহিত্যের সুগন্ধ ছড়িয়ে দিতে। এই আয়োজনের মধ্য দিয়ে অনেকের মাঝে সাহিত্য সম্পর্কে  উদ্দীপনা সৃষ্টি হবে। মূলক অনুষ্ঠানের মূল আকর্ষণ সাদাত হোসাইনের জীবনের গল্প ও গল্পের জীবন। এছাড়া দর্শকদের জন্যে থাকছে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা “।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে পৃষ্ঠপোষকতা করছে জিহান কালকেশন, গ্রীন লাইব্রেরী, সিলিকন, অ্যাটিচিউড, পিগমেন্ট
ও বিসমিল্লাহ ফুডস।
আগামী শনিবার ( ২৮ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠানটি শুরু হবার কথা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.