জীবনযাপনের জন্য বিশ্ব’র সবচেয়ে ব্যয়বহুল যে শহর

বিটিসি আন্তর্জাতিক ডেস্কবিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম প্রকাশিত হয়েছে। এক জরিপের মাধ্যমে ব্যয়বহুল শহরগুলোর তালিকা করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। তালিকার এক নম্বরে এসেছে ইসরায়েলের তেল আবিব শহরের নাম।
গত বুধবার (০১ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, তালিকার একদম শেষে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামাস্কাস শহর। অর্থাৎ এটিই জীবনধারণের জন্য সবচেয়ে কম খরচের শহর।
গত বছর ইআইইউয়ের তালিকায় তেল আবিব ছিল পাঁচ নম্বরে। সেবার শীর্ষে থাকা প্যারিসকে হটিয়ে এবার প্রথম স্থানে এসেছে ইসরায়েলের এই শহর। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্যারিস এবং সিঙ্গাপুর। তালিকার তিন নম্বরে আছে সুইজারল্যান্ডের জুরিখ, চার নম্বরে আছে হংকং। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.