জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ৬ কর্মসূচি

ঢাকা প্রতিনিধিআগামী ১৯ জানুয়ারি শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জনান, বিএনপি ছয়টি কর্মসূচির ঘোষণা দিয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-

# দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

# আগামীকাল ১৮ জানুয়ারি দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

# আগামী ১৯ জানুয়ারি শনিবার সকাল ১০টায় শেরে বাংলানগরে শহীদ জিয়ার সমাধিতে দলের জ্যেষ্ঠ নেতা ও নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

# দিবসটি উপলক্ষে এরই মধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে।

# ক্রোড়পত্র প্রকাশিত হবে।

# অনুরূপভাবে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.