BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিএনপি মিডিয়া সেলের প্রকাশিত এক আপডেটে জানানো হয়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের জন্য তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন।

এদিকে সকাল থেকেই শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেককে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে সেখানে অবস্থান নিতে দেখা যায়।

কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ