জাল ব্যান্ডরোলের প্রায় ২১ লাখ টাকার নকল বিড়ি জব্দ

রংপুর প্রতিনিধি: রংপুরে কাস্টমস্ এর পৃথক অভিযানে ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ও চালানবিহীন দুইটি গোডাউনে মজুদকৃত ২৯ লক্ষ ১২ হাজার পিচ শলাকা বিড়ি আটক করে। আটককৃত বিড়ির রাজস্ব আরোপযোগ্য মূল্য প্রায় ২১ লাখ টাকা এবং জরিত রাজস্ব সারে ৯ লাখ টাকা। গত শনিবার দুপুরে হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।

কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের অতিরিক্ত কমিশনার আবদুল মান্নান সরদার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় কর্মকর্তা একেএম খায়রুল বাশারের নেতৃত্বে সদর দপ্তরের প্রিভেন্টিভ টীম এবং বিভাগীয় দপ্তরের প্রিভেন্টিভ টীম পৃথক অভিযান চালিয়ে হারাগাছ এলাকা হতে জব্দ করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চলমান পরিস্থিতিতে রাজস্ব আদায়ের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.