জালভোট দেওয়ার চেষ্টা, এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টার দায়ে আরিফ আলী নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত।
এ ছাড়া এক হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুর ২টায় উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত আরিফ আলী উপজেলার লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন কালবেলা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জালভোট দেওয়ার চেষ্টার দায়ে আরিফ আলীকে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র ৬ মাসের কারাদণ্ড দেন। আরিফ আলী তার বড় ভাই সৌদিআরব প্রবাসী শরিফ আলীর ভোট দিতে এসেছিলেন। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়।
তিনি বলেন, জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.