জার্মানির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে পোল্যান্ডের অস্বীকৃতি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জার্মান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড।
পোল্যান্ড জার্মারিকে সাফ বলে দিয়েছে, তাদের এ ধরণের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কোনও প্রয়োজন নেই। 
ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তার দেশের বদলে ইউক্রেনে পাঠাতে জার্মানিকে প্রস্তাব দিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক।
মারিউস এক টুইটার পোস্টে লিখেছেন, পোল্যান্ডের জন্য যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তা যেন ইউক্রেনে পাঠানো হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেন দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়।
গত সপ্তাহে পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র পড়ে। এতে দুজন নিহত হন। এই ঘটনার পর পোল্যান্ডের আকাশসীমার সুরক্ষায় সেদেশকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় জার্মানি। কিন্তু পোল্যান্ড সেই প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দেয়।
তবে জার্মানিও পোল্যান্ডের প্রস্তাব মেনে নেয়নি। তারা বলেছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত এলাকায় ব্যবহারের জন্য প্রযোজ্য। ইউক্রেন ন্যাটোর সদস্য নয় বলে সেখানে তা পাঠানো যাচ্ছে না।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে ইউরোপ ও আমেরিকা। এসব দেশ নিয়মিত ইউক্রেনে অস্ত্রের চালান পাঠাচ্ছে। তবে রাশিয়া প্রথম থেকেই এ ধরণের তৎপরতার বিষয়ে হুশিয়ারি দিয়ে আসছে। (সূত্র: ইউরো নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.