জার্মানির গির্জায় বন্দুক হামলা, নিহত-৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির হামবুর্গে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গ্রোস বোর্স্টেল জেলার ডিলবোজ রোডের একটি গির্জায় এ হামলার ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের সেবার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রয়েছে এবং জার্মান পুলিশ হামলাকারীদের খোঁজ করছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে হামলাকারীও থাকতে পারে।
গির্জার উপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী।
এক টুইটার বিবৃতিতে পুলিশ জানায়, হামলার কারণ জানা যায়নি। গুজব না ছড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায় পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে যে, শহরের উত্তর অ্যালস্টারডর্ফ এলাকায় একটি বড় আকারের অভিযান চলছে।
হামবুর্গের মেয়র পিটার চেনসচার এক টুইট বার্তায় বন্দুক হামলায় হতাহতের ঘটনাকে আকস্মিক উল্লেখ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শনাক্তে নিরাপত্তাবাহিনী কাজ করছে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.