জার্মানিতে ভারতীয় পর্যটকদের হিড়িক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে ভারতীয় পর্যটকদের সংখ্যা বেড়েছে জানিয়ে বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দিল্লিতে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জর্জ এনজওয়েলার। জার্মানির পর্যটন শিল্পকে তুলে ধরতে বুধবার দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পর্যটন বাড়াতে
ভারতীয়দের জন্য ভিসা আবেদনের জটিলতাগুলো কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তিনি। খবর এএনআই’র।
এই কূটনীতিক বলেন, “ভারত থেকে জার্মানিতে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাওয় আমরা খুবই খুশি। আমাদের লক্ষ্যসমূহের একটি হলো ভারতীয়দের পর্যটকদের জার্মানির প্রতি আকৃষ্ট করা। আমরা ভিসা আবেদনের সমস্যাগুলো মোকাবেলার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।”
জর্জ এনজওয়েলার বলেন, “কখনও কখনও বিষয়টি খুব সহজ নয়। তবে আমি মনে করি, গত মাসগুলোতে আমরা অনেক উন্নতি করেছি। আমরা ভিসা সেবা আরও উন্নত করতে চাই। আমি আশাবাদী, সেটি আমরা করতে পারব। আমরা কর কর্মী সংখ্যা বাড়িয়েছি। আমি মনে করি আমরা ধীরে ধীরে আমাদের প্রত্যাশার জায়গায় যাচ্ছি।”
জার্মান ন্যাশনাল ট্যুরিস্ট বোর্ডের তথ্য বলছে, জার্মানিতে রাতে ভারতীয়দে অবস্থানের পরমিাণ আগের বছরের তুলনায় ২০২২ সালে ২০৯ শতাংশ বেড়েছে। ৫১টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সফরের অফার করেছে জার্মানি।
জার্মান ন্যাশনাল ট্যুরিস্ট অফিস ও ভারতে জার্মান দূতাবাস সফলভাবে যৌথ এই সংবাদ সম্মেলন শেষ করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.