জার্মানিতে জি-সেভেন বৈঠকের বিশেষ আমন্ত্রিত হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর যোগদান

কলকাতা (ভারত) প্রতিনিধি: জার্মানিতে জি-সেভেন গোষ্ঠি ভুক্ত দেশগুলির বৈঠকে যোগদিতে বিশেষ আমন্ত্রিত হিসেবে ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে এবারের জি-সেভেন বৈঠক কূটনৈতিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পাশাপাশি বিশ্বের খাদ্য নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হওয়ার কথা।
একমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী একাধিক অধিবেশনে যোগদান করছেন। সেখানে তিনি বিশ্ব-সন্ত্রাসবাদ, জ্বালানির সমস্যা ,খাদ্যের নিরাপত্তা সহ জলবায়ু পরিবর্তন রোধে একাধিক বিষয়ে আলোকপাত করে ভারতের অঙ্গীকারের কথা বলেন।
তাঁর আশা বিশ্বের ধ্বনি দেশগুলো ভারতের পাশে দাঁড়িয়ে যৌথভাবে সমস্যাগুলোর সমাধান করবে।
জি-সেভেন গোষ্ঠিভুক্ত দেশগুলো ভারতকে বিশেষ মর্যাদা দিয়ে ভবিষ্যতে ভারতের সাথে দীর্ঘমেয়াদী বানিজ্যে আগ্রহি বলে জানাচ্ছে সে দেশের সংবাদ সংস্থা।
ভারতের পাশে জি-সেভেন গোষ্ঠীভুক্তি দেশগুলো দাঁড়াতে ও বানিজ্যে আগ্রহী বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী বিদেশী প্রতিনিধিদের তাঁর দেশে আমন্ত্রণও করেছেন।
রাশিয়া থেকে অপেক্ষাকৃত কম দামে জ্বালানি কিনতে ভারত সচেষ্ট বলে প্রধানমন্ত্রী তাঁর আলোচনায় জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.