জামিন প্রাপ্ত আসামীকে বাদিপক্ষ হত্যার হুমকি : নিরাপত্তাহীনতায় জামিন প্রাপ্ত আসামীরা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: হত্যাকান্ডে জামিন প্রাপ্ত আসামীদের কে হত্যার হুমকি দিচ্ছি বাদি পক্ষ। নিরাপত্তাহীনতায় ভুগছে জামিন প্রাপ্ত ৫ জন আসামী। দামুড়হুদা মডেল থানায় করা হয়েছে সাধারণ ডায়রী।
গত বছরে ২৪ মে রাতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা নুতনপাড়ার আব্দার আলীর ছেলে সাইফুল ইসলাম খুন হয়।
খুনের মামলায় আসামী করা হয় দামুড়হুদার পীরপুরকুল্লা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রতন আলী (৩০), স্বপন (২৪) মৃত আলী আহমেদের ছেলে আব্দুল হাই(৫৫). নুর আলীর ছেলে সাখাওয়াৎ হোসেন (২৫) ও মৃত নজরুল ইসলামের ছেলে মামুন হোসেন (২৭)।
ঘটনায় কিছুদিন পর ৫ জন আসামী বিজ্ঞ আদালতে আত্ন সমর্পন করলে বিজ্ঞ আদালত তাদের কে জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘ ৫ মাস হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে আসেন গত বছরের ২১ ডিসেম্বর।
বাড়ি আসার পর থেকেই বাদি  আব্দার আলীর ছেলে মিজানুর রহমান (২৫), ওমেদুল ইসলাম (৩০) গোলাম হোসেনের ছেলে  হানেফ আলী (২৭) ও অস্তির আলীর ছেলে আমির হামজা (৩২)।
নানান ভাবে হুমকি ধামকি দিচ্ছে। প্রাণের জামিন মুক্ত আসামীরা বাড়ি থেকে বের হতে পারছে না। নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়রী করেছেন জামিন প্রাপ্ত আসামী রতন আলী সেই সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.