জামিন নামঞ্জুর, বিএনপি নেতা মিলন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে রাজশাহীর বোয়ালিয়া থানার দুটি মামলায় আবারও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (১২ আগস্ট) বিকেলে তাকে ঢাকার কাশিমপুর কারাগারে থেকে রাজশাহীতে আনা হয়।
আজ রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর সিএমএম-৪ আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ সময়ে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মিলনের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, গত ২৮ জুলাই বিএনপির মহাবেশে যোগ দিতে ঢাকায় যান মিলন। সেখান থেকে ২৭ জুলাই রাতে মিলনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গত ৬ আগস্ট আদালত শফিকুল হক মিলনসহ আনোয়ার হোসেন উজ্জ্বল ও মিজানুর রহমান মিজানকে জামিন দেন। তারা জেল গেটে এলে উজ্জ্বল ও মিজানকে ছেড়ে দেওয়া হয়। তবে জেলগেট থেকে ২ মামলায় আবারও আটক দেখিয়ে মিলনকে জেল হাজতে পাঠানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.