জামায়াত-শিবিরের গোপন বৈঠক সন্দেহে রাজশাহীর ইসলামী ব্যাংকে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতা-শিবিরের গোপন বৈঠক সন্দেহে রাজশাহীর ইসলামী ব্যাংকে পুলিশের অভিযান চলছে। রাজশাহী নগরীর নিউমার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকে জামাত-শিবিরের গোপন বৈঠকের খবরে ডিবি পুলিশ প্রবেশ করছেন ভেতরে। ডিবি পুলিশ আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে চারটার সময় সেখানে প্রবেশ করেছেন।

প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ভেতরে থাকার পরে বাইরে এসে ডিবি পুলিশ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নিউমার্কেটের ইসলামী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে জামাত-শিবিরের গোপন বৈঠক চলছে এমন একটি তথ্যের ভিত্তিতে তারা সেখানে অবস্থান করেন। এরপর তারা ভিতরে গিয়ে সবকিছু দেখে তাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিলো বলে জানতে পারেন। পরে ডিবি পুলিশ কিছু না পেয়ে ফিরে যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.