BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর-২ ইসলামপুর আসনে ৯ প্রার্থীর মধ্য ৬ জনের মনোনয়নপত্র বাতিল

জামালপুর-২ ইসলামপুর আসনে ৯ প্রার্থীর মধ্য ৬ জনের মনোনয়নপত্র বাতিল

জামালপুর প্রতিনিধি: জামালপুর-২ ইসলামপুর সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে তথ্যের গড়মিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এ তথ্য নিশ্চিত করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী এই সুলতান মাহমুদ বাবু,বাংলাদেশ জামায়াত ইসলামের ড. ছামিউর হক ফারকী,ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ।

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন ঋণ খেলাফি, শওকত হাসান মিয়া বিএনপির দলীয় পরিচয় উল্লেখ করে চুড়ান্ত মনেনয়ন দাখিল না করা,বিএনপির মনোনয়ন বঞ্চিত শরিফুল ইসলাম খান ফরহাদ হলফ নামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেছ খান,মীর শরিফ হোসেন লেনিন ১% ভোটার দাখিলের গড়মিল থাকায় এবং জাতীয় পার্টির থেকে বহিস্কৃত প্রার্থী মোস্তফা আল মাহমুদ গড়মিল সহ উপস্থিত না থাকায় বাতিল করা হয়। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন।

এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা গেছে। অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার কথা জানিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জামালপুর-২ ইসলামপুর আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাইবাছাই শেষে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ