ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -২ ইসলামপুর আসনে ৯জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু, জামায়াত ইসলামী প্রার্থী ড. সামিউল হক ফারুকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই মনোনয়ন বঞ্চিত শরিফুল ইসলাম খান, ইসলামী আন্দেলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টি মোস্তফা আল মাহমুদ, আনোয়ার হোসেন, সতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেছ খান ও জেলা রিটার্নিং কর্মকতার নিকট শওকত হাসান মিয়া ও মীর শরিফ হাসান লেনিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #















