জামালপুর জেলা প্রশাসন লকডাউনে কঠোর, বিভিন্ন স্থানে জরিমানা (ভিডিও)

জামালপুর প্রতিনিধি: নতুন করে কঠোর লকডাউন এর দ্বিতীয় দিনেও জামালপুর জেলা প্রশাসন জনসাধারণকে সচেতন করতে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সরকারের বিধি নিষেধ অমান্য করায় এলএও এন্ড আরডিসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন স্থানে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন।
আজ শুক্রবার (০২ জুলাই) ২০২১ জামালপুরের রশীদপুর, নলেরচর মেলান্দহ উপজেলার ভাবকী বাজার,বেতমারী ও মালঞ্চ এলাকায়  সরকারি নির্দেশনা অমান্য করায়  বিভিন্ন দোকান মালিকদেরকে এই ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন।
এ ছাড়াও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে ও জনসাধারণকে সচেতন করতে জামালপুর শহরের কথাকলি মার্কেট, পশ্চিম নয়াপাড়া চার রাস্তার মোড় ও সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসের লেকের পাড়ে লোক জনের ভীর ও জটলা থাকায় বিকাল ৫ টা ৫০ মিনিটে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করেন এবং সন্ধ্যার আগেই বাসায় ফিরে যাওয়ার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.