BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে শিশু হত্যার দায়ে একজনকে ১০ বছরের আটকাদেশ

জামালপুরে শিশু হত্যার দায়ে একজনকে ১০ বছরের আটকাদেশ

জামালপুর প্রতিনিধি:   জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। বুধবার (২১ জানুয়ারী) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৬ সালের ১৭ জুলাই বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুর উপজেলার গামারিয়া গ্রামের নসকর শেখের ছেলে বিপ্লবকে (১২) একই উপজেলার রৌহারকান্দা কুমারপাড়া গ্রামের আছমদ্দির ছেলে রুবেল (১২, বর্তমান বয়স ২২) একাধিক বার পেটে লাথি দিয়ে আহত করে।

পরে বিপ্লবকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরেরদিন ১৮ জুলাই বিপ্লবের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ময়মনসিংহে নেওয়ার পথেই বিপ্লবের মৃত্যু হয়।

ঘটনার পরদিন বিপ্লবের নানি পিয়ারা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামি রুবেলের উপিস্থিতিতেই তাকে ১০ বছরের আটকাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মেহেদি হাসান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের ডেলসির ভিডিও ফাঁস: ‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যু’ ‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি