BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে যাত্রা বিরতির দাবীতে ট্রেন অবরোধ

জামালপুরে যাত্রা বিরতির দাবীতে ট্রেন অবরোধ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মানের দাবীতে মানববন্ধন ও ট্রেন অবরোধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি ও প্ল্যাটফর্ম নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে এসে পৌছালে স্থানীয়দের অবরোধের মুখে পড়ে।

এ সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় এলাকাবাসী।

এ সময় নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপন, নরুন্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ৬টি আন্ত:নগর ট্রেন চলাচল করলেও মাত্র দুইটি আন্ত:নগর ট্রেন নরুন্দি স্টেশনে যাত্রা বিরতি করে। এই অঞ্চলের ৫টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ এই পথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। কিন্তু সকল ট্রেনের যাত্রা বিরতি না থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাই সকল ট্রেনের যাত্রা বিরতি, স্টেশনের উন্নয়নসহ দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মানের দাবি জানান বক্তারা। ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ শেষে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নরুন্দি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মাহমুদুল হক বলেন, স্থানীয়রা অনেক আগে থেকেই এই দাবীটি করে আসছিলো। তাদের দাবীটি রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অবরোধ প্রত্যাহার করায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা : মির্জা ফখরুল রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে জাটকা ইলিশসহ কারেন্ট জাল আটক রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে কৃষির প্রতি মনোযোগ দিয়েছিলেন : মিলন মোরেলগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ চীনের সঙ্গে আসিয়ান জোটের বাণিজ্য চুক্তি কী বার্তা দিল যুক্তরাষ্ট্রকে তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ? সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার : ধর্ম উপদেষ্টা নির্বাচন নাকি জুলাই সনদ কোনটি বেশি জরুরি, জানালেন তাহের