BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে যাত্রা বিরতির দাবীতে ট্রেন অবরোধ

জামালপুরে যাত্রা বিরতির দাবীতে ট্রেন অবরোধ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মানের দাবীতে মানববন্ধন ও ট্রেন অবরোধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি ও প্ল্যাটফর্ম নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে এসে পৌছালে স্থানীয়দের অবরোধের মুখে পড়ে।

এ সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় এলাকাবাসী।

এ সময় নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপন, নরুন্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ৬টি আন্ত:নগর ট্রেন চলাচল করলেও মাত্র দুইটি আন্ত:নগর ট্রেন নরুন্দি স্টেশনে যাত্রা বিরতি করে। এই অঞ্চলের ৫টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ এই পথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। কিন্তু সকল ট্রেনের যাত্রা বিরতি না থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাই সকল ট্রেনের যাত্রা বিরতি, স্টেশনের উন্নয়নসহ দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মানের দাবি জানান বক্তারা। ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ শেষে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নরুন্দি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মাহমুদুল হক বলেন, স্থানীয়রা অনেক আগে থেকেই এই দাবীটি করে আসছিলো। তাদের দাবীটি রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অবরোধ প্রত্যাহার করায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?