জামালপুরে মাথার খুলিসহ মানব কঙ্কাল উদ্ধার আটক এক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও মৃত মানুষের হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) সকালে পৌর শহরের চাল বাজার এলাকা থেকে মাথার খুলি এবং মৃত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। আটক যুবকের নাম মানিক (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পৌর শহরের চাল বাজারে নির্মাণাধীন সেড ঘরের দোকানে দুটি স্কুল ব্যাগ দেখা যায়। কালো ব্যাগ দেখে বাজারের লোকজনের সন্দেহ হয়।
স্থানীয় লোকজন ব্যাগ খুলে সেখান থেকে মৃত মানুষের মাথার খুলি দেখতে পেয়ে,পুলিশকে খবর দিলে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ স্কুল ব্যাগ দুটি উদ্ধার করে। ব্যাগ খুলে পাঁচটি মাথার খুলি ও মানব দেহের বিভিন্ন হাড় পাওয়া যায়।
এদিকে গত রাতে উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের এক গোরস্থান থেকে ৭টি মরদেহ চুরি হয়ে যায়। স্থানীয়দের ধারণা, এই উদ্ধার করা মাথার খুলি এবং কঙ্কালগুলো সেই গোরস্থান থেকে চুরি করা হতে পারে।
চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস বলেন, ‘আমার ইউনিয়নের এক গোরস্থান থেকে ৭টি মরদেহ চুরি হয়ে গেছে, এর আগেও বিভিন্ন গোরস্থান থেকে মরদেহ চুরি হয়েছে।’ তিনি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, এ ঘটনায় কঙ্কাল সহ একজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তি লাশ চুরি চক্রের সদস্য হয়ে থাকতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.