BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে মদ্যপান করে মাতলামীর অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুরে মদ্যপান করে মাতলামীর অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে মধ্যরাতে প্রকাশ্যে মদ্যপান করে মাতলামীর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বহিষ্কৃত নেতা নুর হোসেন আবহনীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার সার্কিট হাউজের সামনে প্রকাশ্যে মদ্যপান করে অস্বাভাবিক আচরণ করে নুর হোসেন আবাহনী।

এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত নূর হোসেন আবাহনী জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নুর হোসেন আবাহনীকে গতকাল রাতে গ্রেফতার করা হয়। আজ দুপুর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, নুর হোসেন আবাহনী জামালপুর পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি। ২০১৮ সালে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন পোস্ট করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি কোন দলীয় পদে ছিলেন না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে : প্রধান উপদেষ্টা রাকাব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক বেগম খালেদা জিয়া বাংলাদেশের উজ্জল নক্ষত্র : মিলন তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপি’র বিশেষ নির্দেশনা সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনই মূল লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় ২৭ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ফলাফল, তানজিদ ও প্রিতমের সেঞ্চুরী ম্যাচ ড্র আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যা বললেন প্রধান উপদেষ্টা জানুয়ারিতে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণে চালু হচ্ছে ডিপিএড বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার মৃত্যুদন্ড আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ – দুলু