BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে বিএনপি মনোনয়ন প্রত্যাশীর কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জামালপুরে বিএনপি মনোনয়ন প্রত্যাশীর কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে যুবদল নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীর এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাজরাবাড়ী বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

বিক্ষোভ মিছিলটি হাজরাবাড়ী বাজারের দক্ষিণ দিক থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাররাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় রূপ নেয়। এতে কয়েকশত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্যে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু আমার এক কর্মীর ওপর যে হামলা হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। সকলকে ধৈর্যশীল থেকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছি।

সভায় বক্তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র কর্মী ও ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সম্রাট মিয়া (৩৭)-এর ওপর দুর্বৃত্তরা হামলা করে। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?